জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) পুলিশ জানায়, জলঢাকা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নব কুমার রায় (২৫), মো. আসাদুল ইসলাম (৪২), সিরাজুল ইসলাম (৫৫), রঞ্জিত চন্দ্র রায় (৫০), মমিনুর রহমান (৪৫), কৃষ্ণকান্ত রায় (৩৮) ও নারায়ণ চন্দ্র রায় (৩৪)। তাঁদের বাড়ি জলঢাকা থানা এলাকায়।
তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেছে পুলিশ।