জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সদস্যরা।
রোববার (১৯ নভেম্বর) নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার বক্কর চৌধুরী কলোনির একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন এসকান্দর মিয়া, মো. জাহেদ, মো. মনির হোসেন ওরফে মাইন উদ্দিন, শরিফুল হক, মো. আলাউদ্দিন ও মো. জাহাঙ্গীর।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।