কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে রৌমারী থানাধীন নয়াপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. মাসুদ রানা (৪০), মো. আমজাদ হোসেন (৩৮), মো. ময়েজ উদ্দিন (৩৫), মো. জহিরুল ইসলাম (২৯), মো. ময়েজ (৪২) ও মো. সোনা মিয়া (৩৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।