জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ।
বুধবার (১০ জানুয়ারি) নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আলমগীর হোসেন, মো. নিজাম উদ্দিন, মো. বসর খান, মো. নাছির ও মো. ইদ্রিস।
সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার (অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলী হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।