ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও খিলগাঁও থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) রাতে রামপুরা থানাধীন তালতলা মার্কেটের পাশের একটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. সাইদুল ইসলাম, মো. আমান উল্লাহ আমান, মো. শরিফ, ওয়াসিম উদ্দিন ওরফে সাইফুল, মো. সাগর আহমেদ, মো. সুমন মিয়া, মো. রুবেল, মো. হক মিয়া, মো. মকসুদ, মো. মোস্তফা হোসেন, মো. স্বপন, মো. জসিম সরদার, মো. মনির, মো. লাট মিয়া, মো. জাফর সরদার, মো. কামাল হোসেন, মো. বাদশা মিয়া, মো. ইয়াছিন বেপারী, মো. খোকন ও মো. হানিফ ঢালী।
অভিযানে নেতৃত্ব দেওয়া খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।