জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার সদস্যরা।
বুধবার (৫ জুন) রাতে নগরীর হালিশহর থানাধীন ছোটপুল হাজি বাদশা মিয়া ব্রিকফিল্ডের বইল্যার কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রবিউল হোসেন (২৫), মো. রফিক হাওলাদার (২৯), আব্দুস সালাম (৩৫), রবিউল আউয়াল (৩৩), সোহেল (৩৫), মো. কাউসার (২৯), শহিদুল ইসলাম (৪৪), মো. রেজাউল ইসলাম (৪৫), নুর নবী (২০), শিপন মিয়া (২৮), মো. ইসমাইল (৪৪), মো. মাসুদ (২৬), মো. সবুজ ইসলাম (১৮) ও মো. সুমন হোসেন (৪৪)।
হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।