জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শনিবার (১ জুন) বিকেলে নগরীর এয়ারপোর্ট থানাধীন দলদলি চা-বাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. শাখাওয়াত হোসেন রনি (৪০), আ. জব্বার (৬২), স্বপন চন্দ্র (২০), মো. তৌফিক মিয়া (৪৫), মো. সুরুজ হোসেন (৪৩), ময়নুল হক (২৮), জালাল মিয়া (২৮), মো. খোকন মিয়া (৫১), মো. আল আমিন (৩১), মো. সেলিম আহমদ (২৭), রাহাত আহমদ (২০), সোহাগ হোসেন মনা (১৮) ও বাদশা মিয়া (৬৫)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।