কুড়িগ্রামের রাজিবপুর থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) ভোরে রাজিবপুর থানাধীন সুইচ গেট এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো মোসলেম উদ্দিন (৫২), মো. শামছুল হক (৩৪), মো. জাহিদুল (২৮), মো. বছের আলী (৩৪), মো. আনোয়ার হোসেন (৫০), মো. হাফিজুর (৩৫), মো. স্বপন মিয়া (২৩), মো. আনিছুর (৩০), মো. আফজাল (৪২), মো. হায়াত আলী (৪০) ও মো. রফিকুল ইসলাম (৫০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে রাজিবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।