জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার সদস্যরা।
রোববার (১৭ মার্চ) নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আলমগীর (৪৩), রেজাউল করিম (৪২), প্রিয়তোষ দাশ (২১), মো. মানিক (৩৫), রেজাউল করিম (৫৫), মো. সাইফুল (২৫), মঞ্জুরুল ইসলাম (৪০), রনি বড়ুয়া (১৮), মো. রফিক (৩৫) ও মো. আইনুদ্দিন (৫০)।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) দীপক দেওয়ান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।