জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত বুধবার (২৯ মে) বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. লামিম (৩৫), প্রণজিৎ চন্দ্র দে (৩৬), আব্দুল মান্নান (৬০), রজব আলী (৪৫), জামাল মিয়া (৬২), আবু শামীম (৫৪) ও সবুজ মিয়া (৩৬)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।