জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার সদস্যরা।
রোববার (১০ মার্চ) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. উজ্জল হোসেন (৩৮), মো. এবাদুল ইসলাম (২৭), মো. আকতার হোসেন (৩২), মো. আহসান হাবিব (৩০), মো. আতিকুল ইসলাম (৪০), মো. আ. হাকিম (৩৩) ও মো. আ. রাজ্জাক (৩৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি রাজশাহী নগরে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, জুয়া আইনে মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।