জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার সদস্যরা।
গত বৃহস্পতিবার (৭ জুন) নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা ডাস্টবিন গলি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আল-আমিন (২৯), মো. হাসান (২৫), মো. হুমায়ুন (২৫), মো. শফিকুল ইসলাম (৪৪) ও মো. হাসেম শেখ (৪৫)।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গফুর জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।