জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩১ মার্চ) রাতে নগরীর শাহ পরান থানাধীন শাহজালাল উপশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক এলাকার আবিদ আলী (৪০), হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ফজলুর রহমান (৩২), কিশোরগঞ্জের নিকলী এলাকার মো. মনির মিয়া (২১), সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার মাছুম (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার মো. ইব্রাহিম আলী (২০)।
এসএমপি ডিবি জানায়, শাহ পরান থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।