পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শনিবার (২৫ মে) নগরীর কোতোয়ালি থানাধীন লামাবাজার ভিআইপি রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মতিউর রহমান (৫৫), তামিম (৩৪), পারভেজ আহমদ (২৪), মাহফুজুর রহমান (৩৯), মো. ইসমাইল উদ্দিন (২৯) ও মো. আলম মিয়া (৩৫)।

এসএমপি ডিবি জানায়, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।