জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার দ্বিপাক্ষিক স্কুলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন হবিগঞ্জের লাখাই এলাকার ইশান আলী (৩০), ময়মনসিংহের গৌরীপুর এলাকার মো. মাসুক মিয়া (৩০) এবং সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার হুশিয়ার আলী (২২) ও গিয়াস উদ্দিন (৩০)।
এসএমপি ডিবি জানায়, দক্ষিণ সুরমা থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।