পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গত সোমবার (৩ জুন) নগরীর বোয়ালিয়া থানাধীন বর্ণালী মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. শরীফ (৪২), মো. হানিফ আহম্মেদ (৩৬), মো. মখলেছুর রহমান (৩৮), মো. হাফিজুর (৩৫), মো. লুৎফর রহমান (৪০), মো. আনারুল ইসলাম (৩৫), মো. গোলজার রহমান (৫৩) ও মো. মাসুদ রানা (৩৮)।

আরএমপি ডিবির উপপুলিশ কমিশনার কে এম আরিফুল হক বিপিএম, পিপিএম জানান, বোয়ালিয়া থানায় মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।