মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে তাস, টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মিয়া (৩৮), তাজুল ইসলাম (৪০), অলি মিয়া (৫৫), মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া (৪০) ও আবদুল কাশেম (৩৫)।
ওই ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৫৫০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ওই পাঁচজনের নামে জুয়া আইনে মামলা করা হয়েছে।