জুয়াড়ি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ টাওয়ারপাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দর্শনার মদনার মৃত জলবক্স মন্ডলের ছেলে বিশারত আলী (৫৫) ও সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিপাড়ার মিলন মোল্যা (৩২), সোহরাব (৫৮), রিপন হোসেন (৩৫), মো. আহসান (৪২) এবং মো. খোকন (৫০)।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাতে ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার আমবাগান থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় জুয়া খেলার টাকা, এক সেট তাস ও একটি প্লাস্টিকের বস্তার চট জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।