আগামী জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন মাননীয় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী বছরের মার্চে বা জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে।
রোববার (১৫ মে) নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথমন্ত্রী। খবর সমকালের।
মন্ত্রী বলেন, সেতুতে রেললাইন স্থাপনের কাজ না হওয়ায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না। আপাতত লক্ষ্য আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত ট্রেন চালানো। তা সম্ভব না হলে আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। ২০২৪ সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।