চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশের অভিযানে ১৯০ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) জীবননগর থানাধীন খয়েরহুদা রিফুজিপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোছা. হাসিনা খাতুনের (৪০) বাড়ি জীবননগর থানা এলাকায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।