গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক হয়েছেন।
জিএমপির গাছা থানাধীন বাদে কলমেশ্বর ভূতের পুকুরপাড় থেকে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর এলাকার রফিকুল ইসলাম (৫০)।
রফিকুলের কাছ থেকে ৪৪ গ্রাম (প্রতিটি প্যাকেটে ১ গ্রাম করে) হেরোইন ও একটি হেরোইন মাপার ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।