গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক, অস্ত্র ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেপ্তার হয়েছেন।
জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জিএমপির বিভিন্ন থানার উদ্ধার অভিযানে ১২৫টি ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ ও বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি এবং বিদেশি অস্ত্র হেফাজতে রাখার মামলায় ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। ওই সময় একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি বিদেশি পিস্তল, চারটি ছুরি, একটি লোহার রড, একটি চায়নিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু এবং চোরাই/ডাকাতির মালামাল জব্দ করা হয়।
এ ছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে।