গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪৪ জন গ্রেপ্তার হয়েছেন।
জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অভিযানে ৩৩০টি ইয়াবা বড়ি, ৪০০ গ্রাম গাজা, একটি মোবাইল ফোন, মাদক বিক্রির ১ হাজার ৪০০ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপি জানিয়েছে, পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।