জিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি দল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. আলমগীর হোসেন। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার পূর্ব জয়পুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।