রাজধানীর উত্তরা এলাকা থেকে ১ হাজার টাকার ৪টি জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা-পুলিশ।
ডিএমপি জানায়, মঙ্গলবার (২২ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টর এলাকা থেকে আসামি মো. আনিছুর রহমান রানাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাল নোটসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।