জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী তদন্তকেন্দ্র অভিযানে চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সানন্দবাড়ী মধ্যপাড়া সাকিনের একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. মোস্তাফিজুর রহমান ও মো. মানিক মিয়া। তাঁদের বয়স যথাক্রমে ১৯ ও ১৮ বছর।
আসামিরা দুই ভাই। তাঁরা দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।