জামালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৯ জুন) এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে, জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানার ৪ জন, সিআর মামলার ১ জন আসামি রয়েছেন।
এ ছাড়া মাদক মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
এ ছাড়া অপহরণ মামলায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানা হয়েছে।