জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ডলার প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম গতকাল শুক্রবার দেওয়ানগঞ্জ বাজারের গো-হাট এলাকায় জাল ডলার কেনাবেচার সময় মো. জাবেদ (৪৩) নামের প্রতারককে গ্রেপ্তার করে। তাঁর কাছে থাকা ১০, ২০, ৫০ মূল্যমানের মোট ৩৭ হাজার ৫০০ জাল ডলার উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করে ওই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ডলার প্রতারক চক্রের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের সাথে ফেসবুক ও মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং একসময় প্রতারক চক্র তাঁদের কাছে ডলার আছে বলে প্রলোভন দেখান। একপর্যায়ে তাঁরা বিশ্বাস স্থাপনের লক্ষ্যে প্রকৃত ২-৩টা ডলার ভিকটিমের কাছে পাঠান। প্রতারক চক্রের কথামতো, কম মূল্যে তাঁদের কাছ থেকে ডলার কিনবেন বলে ভিকটিম প্রতারক চক্রের ফাঁদে পা দেন। প্রতারক চক্র ভিকটিমদের অপরিচিত স্থানে আসার আহ্বান জানায় এবং সুযোগমতো ভিকটিমের কাছে থাকা অর্থ হাতিয়ে নেয় এবং ভিকটিমদেরকে জাল ডলার নিতে বাধ্য করে।