জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।
রোববার (১ মে) পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অংশ। তাই তাঁদের পৃথক করে দেখার সুযোগ নেই। যদিও নানা প্রতিবন্ধকতার মাঝে এই গোষ্ঠী পিছিয়ে আছে। তবে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।
এর আগেও তিনি প্রতিবন্ধী ও অসচ্ছল নারী-পুরুষদের অর্থসহায়তা দিয়েছেন।