সুনামগঞ্জের জামালগঞ্জ থানা-পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে জামালগঞ্জ থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন আব্দুল হাফিজ ও মনির হোসেন। তাদের বাড়ি জামালগঞ্জ থানা এলাকায়।
উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জমাদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।