জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দ্য ডেইলি স্টারের।
তদন্তকারী সূত্র জানিয়েছে, ৮ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ।
শহরের দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, এই অগ্নিকাণ্ডে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত ২৭ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় ব্রডকাস্টার এনএইচকের ভিডিওতে ভবনটির চতুর্থ তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যেখানে একটি সাইকিয়াট্রি ক্লিনিক রয়েছে।
এনএইচকে আরও জানায়, সকাল ১০টার দিকে ক্লিনিকটি খোলার পরপরই আগুন লাগে এবং এর ৩০ মিনিট পরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।