দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকালে এসএমপি পুলিশ লাইনসে অনুষ্ঠিত বিফ্রিং প্যারেডে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের দিকনির্দেশনা দেন এসএমপি কমিশনার। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেন তিনি।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।