জাতীয় শোক দিবসে টিডিএসের আলোচনার একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল তথা টিডিএস।

বৃহস্পতিবার সকালে ট্রাফিক ড্রাইভিং স্কুলের ২৪তম ট্রাফিক সার্জেন্ট নবায়ন কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ মিনিট নীরবতার মাধ্যমে দেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

সে সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মূল আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধুকে নিয়ে নানা গবেষণাকাজে নিয়োজিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি এ আলোচনা সভায় জাতির পিতার জীবনের ওপর তাঁর প্রবন্ধ প্রশিক্ষণার্থী সার্জেন্টদের সামনে তুলে ধরেন।

এসপি আবদুল হালিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই মুক্তি। এই মুক্তি হলো অর্থনৈতিক স্বাবলম্বী, স্মার্ট বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়া।’

তিনি বলেন, ‘ট্রাফিক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণার্থীদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতেই এই আলোচনা সভার আয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা পুলিশরাও অংশীজন হয়ে কাজ করব।’

ওই সময় ট্রাফিক ড্রাইভিং স্কুলের সব অফিসার ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।