সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসএমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসএমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপপুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপপুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট জেলা পুলিশ লাইনসে স্থাপিত জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এসএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী মহোদয়, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকবৃন্দ এতে অংশ নেন। এ সময় চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।