রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে বন্ধ হয়ে যাওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সচল হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সচল হয় সেবাটি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে কল করা যায় ৯৯৯ নম্বরে।
বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনের প্রভাব পড়ে পার্শ্ববর্তী পুলিশ হেডকোয়ার্টার্সেও। ওই আগুনের কারণে বন্ধ হয়ে যায় জাতীয় জরুরি সেবা।