জাতীয় ঈদগাহে দায়িত্ব পালনের মধ্যেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশ সদস্যরা।
ঈদগাহ কানায় কানায় ভরে যাওয়ার পর বাইরে অন্য অনেকের সঙ্গে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ আদায় করেন তাঁরা।
নিউজবাংলার প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সদস্যরা মুসল্লিদের নিশ্চিন্তে নামাজ পড়ার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারছেন না।
তাঁরা জানান, কষ্ট ও আনন্দ মিলিয়েই ঈদ কাটছে। দেশের মানুষের নিরাপত্তার আনন্দ ও পরিবার ছাড়া ঈদের কষ্ট, দুটি বিষয় নিয়েই তাঁদের ঈদ।
নামাজ শেষে কনস্টেবল মো. মুসা বলেন, ‘দেশ ও জাতির দায়িত্ব পালন করতে পারছি। পাশাপাশি ঈদের নামাজ আদায় করলাম। এক অন্য রকম অনুভূতি। সবার এই ভাগ্য হয় না।’