জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দেশের অন্যান্য জায়গার মতো ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার র্যালি শেষে আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, পিপিএম।
ওই সময় জেলা লিগ্যাল এইড কমিটি ফরিদপুরের পক্ষ থেকে পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করা হয়।