অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন। ৫ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি, গোতাবায়া রাজাপক্ষে, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এতদ্দ্বারা গেজেটটি প্রত্যাহার করে নিচ্ছি, যা ৫ এপ্রিল ২০২২ মধ্যরাত থেকে কার্যকর হবে।’
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গণ-অসন্তোষে দেখা দেওয়া বিক্ষোভ ও সহিংসতার পর প্রেসিডেন্ট গোতাবায়া ১ এপ্রিল দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন। এর আগের দিন রাতে গোতাবায়ার ব্যক্তিগত বাসভবনের সামনে কয়েক হাজার লোক জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা।
বৈদেশিক মুদ্রার সংকটে পড়া শ্রীলঙ্কা তাদের নরওয়ে ও ইরাক দূতাবাস এবং অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।