
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান পিপিএম (বার)-এর নেতৃত্বে রোববার সকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ওই সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।