পুলিশের হেফাজতে চোরাই গরুসহ গ্রেপ্তার চোর। ছবি: বাংলাদেশ পুলিশ।

গরু চুরির মামলার ৮ ঘণ্টার মধ্যে চোরাই গরুসহ এক চোরকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ।

জানা গেছে, জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার ধইল্যার হাওরের খেজাউড়া হাইলভুই বিলের পাড় থেকে ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় চোরের দল ৩টি গরু চুরি করে।

এসব গরুর মোট আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

এ ঘটনায় গরুগুলোর মালিক মির্জা শেফুল আমিন বাদী হয়ে ২৩ এপ্রিল অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলা করার ৮ ঘণ্টার মধ্যে থানার অফিসার ইনচার্জের নির্দেশে মামলার তদন্তকারী অফিসার এসআই অলক দাস জগন্নাথপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল রাত পৌনে ১০টার সময় আসামি নুরুজ্জামান মিয়াকে (২২) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এরপর গ্রেপ্তার আসামির দেখানো মতে, রাত সাড়ে ১২টায় জগন্নাথপুর থানাধীন গন্ধর্বপুর এলাকার আব্দুল মান্নানের বসতবাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।