সিলেটের জকিগঞ্জ থানা হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, বুধবার সকালে আসামি রাসেল আহমদ রাসু (২৬) জকিগঞ্জ থানার একটি চুরি মামলায় পরোয়ানা মূলে গ্রেপ্তার হলে তাঁকে থানা হাজতে রাখা হয়। পরবর্তী সময়ে আসামি সুকৌশলে থানা হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার জকিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলের বন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।