চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে একটি স্টিলের টিপ ছোরা, একটি কাটার, একটি লোহার রডসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ টু ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডের জোড়া ব্রিজের বাম পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেন, রাকিব হাছান ওরফে রনি ওরফে হাছান ও মো. এনামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার বিভিন্ন দোকান ও আশপাশের বাসাবাড়ি এবং স্থানীয় বিভিন্ন পথচারীদের জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলা আছে।