মোবাইল ফোনের সূত্র ধরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ছয়টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন চুরির ঘটনায় ১৪ মার্চ ভুক্তভোগী সালমান পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পিবিআই যশোরের চৌকস দল ভুক্তভোগী সালমানের মোবাইল ফোনের সূত্র ধরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে যশোর শহরের গাড়িখানা রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে আসামি আশিকুর রহমান শাকিল (২৬) ও রাফি শেখ রাব্বিকে (২৭) গতকাল শুক্রবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে আসামি শাকিলের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক মাগুরা জেলার মহম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এমেজ লস্কার (৩২), আমিনুর ইসলাম (৪০) নাইমুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে আসামিদের কাছ থেকে ছয়টি ইজিবাইক উদ্ধার করা হয়।