এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক সার্জেন্ট (প্রবেশনার) হারুন অর রশিদ।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পিকচার প্যালেস মোড় থেকে এক নারীর ব্যাগ ছিনিয়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ট্রাফিক সার্জেন্ট (প্রবেশনার) হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন এক নারী। এ সময় ওই নারীর ফোন ও টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেন আসামি। পালানোর সময় ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্যাগ ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই নারী।