বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) নগরের একটি ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কোতয়ালি মডেল থানাধীন আলমগীর ছাত্রাবাসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন রাফসান তালুকদার (২০), মো. আজাদ সরদার (২৩), ফুয়াদ আলম (২৪) ও মো. মুমতাহিন রহমান (২৩)।
পুলিশ জানায়, ছাত্রাবাসে অভিযান চালিয়ে ব্যাডমিন্টনের ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় বহিরাগত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।