সুনামগঞ্জ জেলার ছাতক থানা-পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাত পৌনে ৯টার দিকে থানা এলাকা থেকে ১৩৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ মাদক কারবারি হলেন জেলার দোয়ারাবাজারের পালইছড়া এলাকার আব্দুল হাসিমের ছেলে ইউছুফ আলী (৩৫) ও পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান, এএসআই (এএসআই) শরিফুল ইসলাম সোমবার রাতে উপজেলার পাটিবাগ গ্রামে নাইকো গ্যাস কোম্পানির গেটের সামনে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালান। এ সময় ইউছুফ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪ কার্টনে রাখা ১৮০ এমএল কাচের ১৩৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ Officer’s Choice মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানান, তাঁরা পরস্পর যোগসাজশে উদ্ধার করা বিদেশি মদ বিক্রির জন্য নিজেদের হেফাজতে রাখেন। দীর্ঘদিন বিদেশি আমদানি নিষিদ্ধ মদসহ অন্যান্য নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলেও জানান তাঁরা। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।