সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের ফালু মিয়া (২৬) ও সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের রায়হান আহমদ সুমন (৩৪)।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন সিলেট থেকে সুনামগঞ্জগামী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আসামিদ্বয় একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিলেন। তাঁদের কাছে থাকা ট্রাকটি তল্লাশি করে ছয় হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।
গ্রেপ্তার আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাঁদের নামে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।