ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদের নির্দেশনায় একটি দল রোববার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ইভ টিজিংয়ের দায়ে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামির নাম কাজী মো. জুলহাস। তাঁর বয়স ২৩ বছর।
তিনি ফেনীর ছাগলনাইয়া থানার ছাগলনাইয়া পৌরসভার কাজী বাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ওই তরুণের নামে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।