গ্রেপ্তার আসামি। ছবি : ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদের নির্দেশনায় একটি দল শনিবার (১৩ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

ছাগলনাইয়া থানা-পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (১৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোজাম্মেল হক পাটোয়ারী (জাহাঙ্গীর) ও সাইফুল ইসলাম (কফিল উদ্দিন)। তাঁরা ছাগলনাইয়া থানার বাসিন্দা।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।