সিলেটের কানাইঘাট থানার অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের কানাইঘাট থানা-পুলিশের অভিযানে হত্যা মামলার একজন ও পরোয়ানাভুক্ত পাঁচজনসহ ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কানাইঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল আজ মঙ্গলবার ভোররাতে কানাইঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি রইছ উদ্দিন ওরফে জসই (৫৫), আশফাক উদ্দিন (৫৪), শামিম উদ্দিন (৩৮), আম্বিয়া আহমদ (৫৪), হারুন রশীদ (৪৮) ও লোকমান আহমদকে (৫০) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।